English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ০০:৪৯

নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার চায় জেএসডি

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার চায় জেএসডি

ঢাকা : জাতীয় নির্বাচনে দল নিরপেক্ষ নির্বাচিত সরকার চেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। শনিবার বিকেলে রাষ্ট্রপতির সাথে বৈঠকে দলের প্রতিনিধিরা এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকে ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, জেএসডি মনে করে গণতন্ত্র, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। এর স্থায়ী অবসান দরকার।

রাষ্ট্রপতির সাথে সংলাপে জেএসডি নেতৃবৃন্দ এসব সমস্যার স্থায়ী সমাধানের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি নির্বাচনকালীন দেশে একটি দলনিরপেক্ষ, নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকারের বিধান করা অপরিহার্য বলে তারা অভিমত ব্যক্ত করেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, সিরাজ মিয়া, তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, দবির উদ্দিন জোয়ার্দ্দার, অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টার, এস এম আনসার উদ্দিন।