English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ২৩:৪৬

হজে কোটা পদ্ধতি তুলে নিল সৌদি

অনলাইন ডেস্ক
হজে কোটা পদ্ধতি তুলে নিল সৌদি

নিউজ ডেস্ক : পবিত্র কাবা শরীফ সম্প্রসারণ ইস্যুতে বিদেশি হাজিদের ক্ষেত্রে যে কোটা বেঁধে দিয়েছিল সৌদি সরকার- তা চলতি বছর থেকে তুলে নেওয়া হয়েছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, শুক্রবার দেশটির সর্বোচ্চ হজ কমিটি এই কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেয়।

এর ফলে বাংলাদেশসহ সব দেশ থেকে ২০ শতাংশ বেশি মানুষ হজ করার সুযোগ পাবেন। ৫ বছর আগে সব দেশের জন্য এই কোটা কমানোর সিদ্ধান্ত নেয় দেশটি।

খবরে বলা হয়, বড় মসজিদের সম্প্রসারণ কাজ শেষের দিকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন বাড়তি হাজিদের জন্য নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।

সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রতি বছর হজ পালনে এক লাখ বাংলাদেশি সৌদি আরব যান। কিন্তু এই কোটা নীতির কারণে গত ৫ বছর ২০ হাজার করে বাংলাদেশি হজ পালনে বঞ্চিত হতেন।

এক সূত্রে জানা যায়, গত বছর ১ লাখ ১ হাজার ৮৫৭ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিবন্ধন করার পরও প্রায় ৪০ হাজার জন হজ করতে যেতে পারেননি।