English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ১৫:৫৮

‘মারজান ও সাদ্দামের মৃত্যুতে তদন্ত বাধাগ্রস্ত হবে না’

অনলাইন ডেস্ক
‘মারজান ও সাদ্দামের মৃত্যুতে তদন্ত বাধাগ্রস্ত হবে না’

ঢাকা : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গি মারজান ও সাদ্দামের মৃত্যুতে গুলশান হামলার তদন্তে কোনো বাধা আসবে না।’  

আজ শনিবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সন্ত্রাসবাদের ওপর এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

আইজিপি বলেন, দুই জঙ্গির মৃত্যুতে গুলশান হামলার তদন্তে কোনো বাধা আসবে না। সরকারের কাছে সব ধরনের তথ্য রয়েছে। আর কোনো তথ্যের দরকার নেই। গুলশান হামলায় জড়িত বাকিদের গ্রেফতারে আরো জোরালো অভিযান পরিচালনা করা হবে।    গুলশান হামলায় অর্থায়নে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত বলে জানান তিনি।