English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৭ ০৯:৩০

সুইস প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর উষ্ণ অভিনন্দন

অনলাইন ডেস্ক
সুইস প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর উষ্ণ অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সুইস কনফেডারেশনের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডরিস লিউদার্থকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

  সুইস প্রেসিডেন্টের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'আপনি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ায় অামি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।'   প্রধানমন্ত্রী বার্তায় উল্লেখ করেন, 'তিনি আন্তরিকভাবে বিশ্বাস করেন যে, তার দায়িত্বের মেয়াদকালে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সমঝোতা ও সহযোগিতার বন্ধন আরো জোরদার ও সম্প্রসারিত হবে।'   শেখ হাসিনা নতুন বছর ২০১৭-তে ডরিস লিউদার্থের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং সুইস কনফেডারেশনের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।   ডরিস লিউদার্থ গত ৭ ডিসেম্বর সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সাত সদস্যের সুইস ফেডারেল কাউন্সিলের সদস্যদের মধ্যে থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর সুইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। -বাসস।