English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ২৩:৩৯

রাষ্ট্রপতির কাছে ন্যাপের ৭ প্রস্তুাব

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির কাছে ন্যাপের ৭ প্রস্তুাব

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে চলমান সংলাপে নিজ দলের ৭ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)।

বুধবার (৪ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির আবদুল হামিদের কাছে এই প্রস্তুবগুলো জমা দেন ন্যাপ সভাপতি ও সংসদ সদস্য আমিনা আহমেদ।

সংলাপ শেষে বঙ্গভবনের সামনে ন্যাপের সভাপতি ও সংসদ সদস্য আমিনা আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনে ৭ দফা প্রস্তাব দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন।