English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ২০:১১

হাসনাত করিমের জামিন ফের নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
হাসনাত করিমের জামিন ফের নামঞ্জুর

ঢাকা : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৪ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আবেদন নাকচ করেন।

গত বছরের ২৪ আগস্টও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. মইনুল হোসেন তার জামিন শুনানি করেন।