English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ১৯:২৭

ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ড. ইউনূসকে স্বর্ণ পদক দিলেন মোদী

অনলাইন ডেস্ক
ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ড. ইউনূসকে স্বর্ণ পদক দিলেন মোদী

নিউজ ডেস্ক : ভারতে অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে  নোবেল জয়ী লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে স্বর্ণ পদকে ভূষিত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই কংগ্রেসে মূল বক্তা প্রফেসর ইউনূসসহ রয়েছেন আরো ৫ জন নোবেল লরিয়েট। 

মঙ্গলবার ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী দিনে এই নোবেল জয়ী এই বাংলাদেশিকে সম্মাননা প্রদান করেন মোদী।    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্র বাবু নাইডু, কয়েকজন ইউনিয়ন মন্ত্রী এবং ভারতের প্রখ্যাত বিজ্ঞানীগণ। ভারতের প্রধানমন্ত্রী মোদী ও অন্য বক্তারা ভারতের বিজ্ঞান নীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ভারতীয় সমাজকে কীভাবে রূপান্তরিত করছে ও ভারতকে বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যাচ্ছে সে বিষয়ে তাঁদের বক্তব্য রাখেন।   ৫ দিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই সমবেত হয়েছেন। তিরুমালা পাহাড়ের পাদদেশে অবস্থিত নয়নাভিরাম এই মন্দির নগরীতে অনুষ্ঠিত এই কংগ্রেসে আরো যোগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য দেশ থেকে আগত কয়েকজন প্রখ্যাত বিজ্ঞানী, ভারতের মুখ্য বিজ্ঞান নীতি প্রণেতা ও প্রশাসকগণ এবং ভারতের সকল রাজ্য থেকে আগত বিভিন্ন পর্যায়ের প্রায় ২০ হাজার গবেষক, শিক্ষক ও ছাত্র।   বরাবরের মতোই ভারতীয় বিজ্ঞান কংগ্রেস উপলক্ষে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অন্ধ্র প্রদেশের তিরুপতিতে অবস্থিত শ্রী ভেংকটেশ্বর বিশ্ববিদ্যালয়ে এই বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের দ্বিতীয় দিন আজ বুধবার কংগ্রেসের একটি প্লেনারি সেশনে ভাষণ দেবেন প্রফেসর ইউনূস।