English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ১৬:০৮

‘লিটন হত্যাকারীদের অবশ্যই সাজা ভোগ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক
‘লিটন হত্যাকারীদের অবশ্যই সাজা ভোগ করতে হবে’

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ সদস্য লিটনের হত্যাকারীদের অবশ্যই সাজা ভোগ করতে হবে। এভাবে জনপ্রতিনিধিকে হত্যার ঘটনা তার সরকার কোনভাবেই বরদাশত করবে না।তাদের কঠোর সাজা দেওয়া হবে।  

আজ বুধবার (৪ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের ৮ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।    প্রধানমন্ত্রী বলেন, 'লিটন জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াত, তাদের হাত থেকে জনগণকে রক্ষা করত। এজন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিভাবে তারা সরকারি অফিস পুড়িয়েছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এমপি লিটন। এভাবে জনপ্রতিনিধিকে হত্যা মেনে নেওয়া যায় না।'   তিনি আরো বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবেই হোক অপরাধীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে।'

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুটি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এগুলো হলো-ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ও মেয়েদের জন্য অত্যাধুনিক শেখ হাসিনা হল।