English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৭ ০১:৪৬

দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্পন অনুভূত হয়েছে। মাত্র ৯ ঘন্টার ব্যাবধানে এটি দ্বিতীয়বার ভূমিকম্পন। তাৎক্ষণিক ভাবে এর মাত্রা জানা যায়নি।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫২ মিনিটে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে বিকেল ৩টা ৯ মিনিটে সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আমবাসা থেকে উত্তর পূর্বে ১৮ কিলোমিটার দূরে ভূগর্ভের ৩৬ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিলো পাঁচ দশমিক পাঁচ। আসামের গুয়াহাটিতে আতঙ্কিত লোকজনকে বাসাবাড়ি ও অফিস ভবন থেকে ছোটাছুটি করে রাস্তায় নামতে দেখা যায়।

কম্পন থামার পরও তারা বেশ কিছু সময় ধরে বাইরে অবস্থান করে। এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে বাংলাদেশে রাজধানী ঢাকায় আতঙ্কে ঘর-বাড়ি ও অফিস-আদালত থেকে রাস্তায় নেমে আসেন নগরবাসী। তাদেরকে সেসময় নিরাপদ স্থানে অবস্থান নিতে দেখা যায়। এসময় অনেকের চোখেমুখে ছিল আতঙ্ক। এদিকে ঢাকার পাশে কুমিল্লা ও ফেনীতে ভূকম্পন বেশী অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।