English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ১৭:১৪

দেশজুড়ে ভূকম্পন অনুভূত

অনলাইন ডেস্ক
দেশজুড়ে ভূকম্পন অনুভূত

রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঝারি পাল্লার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টা ০৯ মিনিটের দিকে বেশ কয়েক সেকেন্ড ধরে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ত্রিপুরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, মঙ্গলবার বিকাল ৩টা ৯মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত এ ভূমিকম্পে কোথাও থেকে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানায়, বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকা থেকে ১৫৯ কিলোমিটার পূর্বে ত্রিপুরার লং তারাইয়ের মাছমারায় এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। ত্রিপুরা সীমান্তবর্তী হওয়ায় এ ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনীসহ আশপাশের জেলাগুলোতে। তবে এ জেলাগুলোতে থেকেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরার আমবাসায়। এটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়। আগরতলা (ত্রিপুরা) থেকে গণমাধ্যম প্রতিনিধিরা জানিয়েছেন, ত্রিপুরায় রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ধরা পড়েছে ৫.৭। ত্রিপুরা দুর্যোগ প্রতিরোধ দপ্তরের আধিকারিক শরৎ দাস বলেন, ত্রিপুরার ধলাই জেলা এই কম্পনের উৎসস্থল। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে। ত্রিপুরায়ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল বলেও খবরে জানানো হয়েছে।'