English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ১১:৪৪

‘নাশকতা কী-না তদন্ত করা হবে’

নিজস্ব প্রতিবেদক
‘নাশকতা কী-না তদন্ত করা হবে’

ঢাকা : রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে আগুন লাগার কারণ নাশকতা কী-না সে ব্যাপারে তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার (আইজিপি) এ কে এম শহিদুল হক। 

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পর্যবেক্ষণে এসে তিনি সাংবাদিকদের একথা জানান।

পুলিশ কমিশনার বলেন, মার্কেটে আগুন লাগার কারণ ক্ষতিয়ে দেখবে পুলিশ। তাছাড়া ভোররাত ৩টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা রাত থেকে এখনও চেষ্টা অব্যাহত রেখেছেন।

ব্যবসায়ীদের অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কোনো গাফলতি নেই। মার্কেটসহ ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রেণে কাজ করছে পুলিশ।