English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ১১:২২

‘গুলশান পরিস্থিতি রাত থেকে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক
‘গুলশান পরিস্থিতি রাত থেকে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী’

ঢাকা : রাজধানীর গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় গুলশান-১ নম্বরে পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।

পুলিশ কমিশনার বলেন, ভোর রাত ৩টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা রাত থেকে এখনও চেষ্টা অব্যাহত রেখেছেন।

তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কোনো গাফলতি নেই। তবে গুলশান লেক দ্রুত হওয়ায় এবং পর্যাপ্ত সক্ষমতা নেই। মার্কেটসহ ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রেণে কাজ করছে পুলিশ।