English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ১০:০৩

‘ডিএনসিসি মার্কেটের আগুন নাশকতা নয়, দুর্ঘটনা’

নিজস্ব প্রতিবেদক
‘ডিএনসিসি মার্কেটের আগুন নাশকতা নয়, দুর্ঘটনা’

ঢাকা : রাজধানীর গুলশান-১ নম্বর ডিএনসিসি মার্কেটের আগুন কোনো নাশকতা নয়, এটি একটি দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের  মেয়র আনিসুল হক। 

তিনি আরো বলেন, বৈদ্যুতিক ত্রুটির থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মেয়র বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখানে এতো বেশি ফ্লেমেবল প্রোডাক্ট ছিল যে আগুন দ্রুত ছড়িয়ে গেছে। 

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা চেষ্টা করেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।