English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৭ ০৮:৩৫

গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন ৬ ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি

নিজস্ব প্রতিবেদক
গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন ৬ ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি

ঢাকা : দীর্ঘ ৬ ঘন্টায় পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের ভয়াবহ আগুন। গতরাত থেকেই কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট। আগুনে ইতোমধ্যে ধসে পড়েছে মার্কেটটির একাংশ।

এদিকে, ফায়ার সার্ভিস ধীরগতিতে কাজ করছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। তবে, আগুন নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করছে বলে দাবি ফায়ার সার্ভিসের।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে, রাজধানীর গুলশান এক নম্বরের ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিকা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। 

স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে যোগ হয় আরো ১৫টি ইউনিট।

আগুনের কারণে মার্কেটটির একটি অংশ ধসে পড়ে। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছতে দেরি এবং আগুন নেভাতে ধীরগতির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। তবে আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ডিএনসিসির মেয়ের আনিসুল হক ঘটনাস্থলে গেছেন।এ সময় তিনি সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে কতো দেরিতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তাই এখন দেখার বিষয়।

ব্যবসায়ীরা জানান, মার্কেটের দ্বিতীয় তলায় দেড় শতাধিক দোকান রয়েছে। আর ধসে পড়া অংশে রয়েছে অর্ধশতাধিক দোকান। এদিকে, আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটে আগুন