English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৭ ১২:১৬

লিটনের মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-স্পিকারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
লিটনের মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-স্পিকারের শ্রদ্ধা

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মনঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা জানান।

এ সময় মন্ত্রিপরিষদ সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে রোববার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

এমপি লিটন শনিবার (৩১ ডিসেম্বর) গাইবান্ধার নিজ বাসভবনে আততায়ীর গুলিতে আহত হন। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।   আজ বিকেল ৪টায় গাইবান্ধার পারিবারিক কবরস্থানে এমপি লিটনের মরদেহ দাফন করা হবে।