English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৭ ১৪:৪৪

নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা

নিজস্ব প্রতিবেদক
নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা

সারা চলছে পাঠ্যপুস্তক উৎসব। নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিদ্যালয়গুলো। বছরের প্রথমদিন নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিশুরা। 

রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আজ রোববার সকাল ৯টায় কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ পাঠ্যপুস্তক উৎসবে যোগ দিয়েছে রাজধানী ৩১টি বিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থী।

টানা অষ্টমবারের মতো প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে সরকার। সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে বই বিতরণ হচ্ছে।

এরআগে শনিবার গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৭ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এবার বছর ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীকে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই, পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের তাদের নিজেদের ভাষায় লেখা প্রাক-প্রাথমিকের বই ও শিক্ষা উপকরণ এবং শিক্ষকদের শিক্ষক নির্দেশিকা দেওয়া হচ্ছে।

এবার প্রাথমিকের সব বইয়ের পেছনের প্রচ্ছদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই বিতরণের ছবি ছাপানো হয়েছে।

গত ৮ বছরে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট ২৫ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৭৫০টি বই বিতরণ করেছে সরকার।