English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৬ ২০:০৪

নিজ বাড়িতে গুলিবিদ্ধ এমপি লিটন, অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজ বাড়িতে গুলিবিদ্ধ এমপি লিটন, অবস্থা সংকটাপন্ন

গাইবান্ধার : গাইবান্ধার সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নিজ বাড়িতে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে গুলি করে দুর্বত্তরা।

এদিকে, গুলি করার পরপরই লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার অস্ত্রপচার চলছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানান, সংসদ সদস্য লিটন তার নিজ বাড়ির উঠোনে দলীয় নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। বৈঠক শেষে তিনি নিজ ঘরে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।

সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।