English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৬ ১১:০১

জাতীয় পাঠ্যপুস্তক উৎসব রোববার

নিজস্ব প্রতিবেদক
জাতীয় পাঠ্যপুস্তক উৎসব রোববার

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) উদ্যোগে রোববার  পালিত হবে পাঠ্যপুস্তক উৎসব। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সারাদেশে ১ জানুয়ারি পালিত হবে এদিবস। এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করবে। এই উপলক্ষে সকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হবে। 

শুক্রবার ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

জানা গেছে, পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত দফতর সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এছাড়া অনুষ্ঠানে ঢাকার ৩১টি স্কুলের ৫ সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত থাকবে। ঢাকা ছাড়াও দেশের মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রোববার এ উৎসব পালিত হবে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উৎসবে উপস্থিত থাকবেন।