English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৬ ২৩:০০

‘প্রায় ২ কোটি অদক্ষ নারী বাসগৃহে আবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক
‘প্রায় ২ কোটি অদক্ষ নারী বাসগৃহে আবদ্ধ’
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

ঢাকা : দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি নারী। এসব নারীদের অদক্ষ রেখে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করা যাবে না। একইসঙ্গে প্রায় ২ কোটি অদক্ষ নারী বর্তমানে বাসগৃহে আবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। 

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী-সমাজ অর্থনৈতিকভাবে এগিয়ে না আসলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে না।

  শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার কালচারাল একাডেমি মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার ব্যবস্থাপনায় বাস্তবায়িত ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের’ প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে নগদ-অর্থ বিতরণের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।   এই প্রকল্পের মাধ্যমে নারীদেরকে ফ্যাশন ডিজাইন, মৌমাছি ও মাশরুম চাষ, ক্যাটারিং এবং বিজনেস ম্যানেজম্যান্ট প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে এক কালীন ভাতাও প্রদান করা হয়।