English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ১৫:২৬

‘আ.লীগ পায় পুরস্কার; বিএনপি-জামায়াত পায় তিরস্কার’

নিজস্ব প্রতিবেদক
‘আ.লীগ পায় পুরস্কার; বিএনপি-জামায়াত পায় তিরস্কার’

ঢাকা : আওয়ামী লীগের আমলে দেশ আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কার পায় আর বিএনপি-জামায়াতের আমলে তিরস্কার পায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গণভবনে জেএসসি-জেডিসি এবং পিইসি ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল হস্তান্তরকালে তিনি এক কথা বলেন।

শিক্ষার্থীদের বিপদগামীতা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তি চাই, সুন্দর জীবন চাই। উন্নত জীবন চাই। এ জন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা অত্যাবশ্যক। শিশুদের মধ্যে আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করার জন্যই শিশুকাল থেকে পরীক্ষা ভীতি দূর করতে হবে।

সে লক্ষ্যে পিএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, পিএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী ও পাসের হার বেড়েছে। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মেয়েরা পরীক্ষার ফলাফলেও এগিয়ে।