English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১৬:৪২

‘২০১৬ মানবাধিকার লঙ্ঘনের বছর’

নিজস্ব প্রতিবেদক
‘২০১৬ মানবাধিকার লঙ্ঘনের বছর’

ঢাকা : চলতি ২০১৬ সালকে মানবাধিকার লঙ্ঘনের বছর বলে আখ্যা দিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

তিনি আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন জয়পুরহাটে বখাটেদের ছুরিকাঘাতে আহত স্কুল ছাত্রীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

রিয়াজুল হক বলেন, চলতি বছর বাংলাদেশসহ সারা বিশ্বে মানবাধিকার চরম লঙ্ঘনে চরম প্রতিযোগিতা চলছিল। সিরিয়া, ইরাক বা মিয়ানমারে মানবাধিকার চমরভাবে লঙ্ঘিত হয়েছে। আর বাংলাদেশের পরিস্থিতি তো রিশা, খাদিজা বা এই স্কুল ছাত্রীর ওপর হামলার মাধ্যমে বোঝা যায়।      তিনি স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে রিয়াজুল হক বলেন, এ ধরনের ঘটনা সমাজ থেকে দূর করতে বিচার বিভাগকে আরো কঠোর হতে হবে। নিশ্চিত করতে হবে তারা যেন কোনোভাবে ছাড় না পায়। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের মাধ্যমে এ ধরনের ঘটনা সমাজে কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকেও এতে ভূমিকা রাখতে হবে।

শুক্রবার জয়পুরহাটের কালাইয়ে দল বেঁধে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে ব্যর্থ হয়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।