English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ০৯:৩৭

আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলেছে

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলেছে

সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো আজ সোমবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে। কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ এই ঘোষণা দিয়েছে। শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কারখানাগুলো। 

এর আগে রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান এ কথা জানান।    তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও ৩০টি শ্রমিক সংগঠনের লিখিত অুনরোধের প্রেক্ষিতে সোমবার থেকে আবারও বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ।   মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে বিজিএমইএ আশুলিয়ার ৫৯টি কারখানা বন্ধ ঘোষণা করে।