English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:২৩

১০০ রুপিতে বাংলাদেশিরা পাবেন ভারতের নাগরিকত্ব

অনলাইন ডেস্ক
১০০ রুপিতে বাংলাদেশিরা পাবেন ভারতের নাগরিকত্ব

ঢাকা: ১৫০০০ নয়; এখন মাত্র ১০০ রুপিতেই বাংলাদেশসহ প্রতিবেশি তিন দেশের সংখ্যালঘু শরণার্থীরা পেতে পারেন ভারতীয় নাগরিকত্ব। গত শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক গেজেট নোটিফিকেশনে এই আদেশ জারি করে।

সংশোধিত ওই গেজেটে জানানো হয়েছে, ‘বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান-এই তিন প্রতিবেশি দেশের হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্শি ও খ্রিস্টান সম্পদ্রায়ের মানুষ এবং ভারতে দীর্ঘ মেয়াদি ভিসা (লং টার্ম ভিসা বা এলটিভি) নিয়ে থাকা মানুষদের ভারতীয় নাগরিকত্ব পেতে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি বাবদ মাত্র ১০০ রুপি খরচ করতে হবে’।

এজন্য ২০০৯ সালের নাগরিকত্ব আইন সংশোধন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে জেলার কালেক্টর, ডেপুটি কমিশনার কাছে প্রতিবেশি দেশ থেকে আগত সংখ্যালঘুদের নাম নথিভুক্ত করতে হবে এবং নাগরিকত্বের শপথ নিতে হবে। ওই সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতিতে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সামনেও নাগরিকত্বের শপথ নিতে পারবেন হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু নাগরিকরা।

এতে আরো বলা হয়, গেজেটে উল্লেখিত তিন দেশ ছাড়া বাকিদের জন্য রেজিস্ট্রেশন বাবদ ১০ হাজার রুপি দিতে হবে। কেন্দ্রীয় সরকারের এমন নীতিকে স্বাগত জানিয়েছে ভারতের হিন্দু সংগঠনগুলি।