English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ১১:১৪

আশকোনায় বোমা নিস্ক্রিয়কারী টিম, নারীর মৃত দেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
আশকোনায় বোমা নিস্ক্রিয়কারী টিম, নারীর মৃত দেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্য ভবনের ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে নিহত দুই জঙ্গির মধ্যে একজনের লাশ এখনো ওই বাড়ির ভেতরে রয়েছে। আজ রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটের দিকে তারা প্রবেশ করে।সকালে বাড়ির ভেতরে ডুকেছে সোয়াত ও র‌্যাবের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা। সেখান থেকে অপর জঙ্গির মরদেহ বের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

এর আগে নিহত দুজনের মধ্যে আত্মঘাতী নারী জঙ্গির মরদেহ শনিবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। 

ওই নারী আত্মঘাতি হামলাকারী কথিত সুমনের স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় গতকাল অভিযান স্থগিত করা হলেও সেখানে  থাকা গ্রেনেড ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য সরানোর কাজ আজ শুরু করছেন র‌্যাব ও সোয়াতের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা।