English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ২৩:০৮

মঙ্গল শোভাযাত্রা সূচনালগ্নে জড়িতের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গল শোভাযাত্রা সূচনালগ্নে জড়িতের সংবর্ধনা

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার সঙ্গে এর সূচনালগ্নে যারা জড়িত ছিলেন তাদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেয়া হয় শুভেচ্ছা স্মারক।

মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সূচনালগ্নে যারা যুক্ত ছিলেন বিশেষত ১৯৮৬-১৯৮৭ সালের চারুকলা শিক্ষার্থীবৃন্দ এবং মঙ্গল শোভাযাত্রার বৈশ্বিক স্বীকৃতি অর্জনে সহায়তা করায় সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমিকে সংবর্ধনা জানানো হয়।    সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমীর মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।  

অনুষ্ঠানে সংবর্ধিতদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উত্তরীয় পরিয়ে দেন বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার এবং চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক রফিকুন নবী।    বাংলাদেশে সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ। এই উৎসবকে ঘিরে মঙ্গলশোভাযাত্রা এখন বাংলাদেশে সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে।  

অনুষ্ঠানে এই আয়োজনে সূচনালগ্ন থেকে প্রতিটি শোভাযাত্রার পোস্টার প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রাকে সম্প্রতি ইউনেস্কোর ‘ইন্টার গভর্নমেন্টাল কমিটি অব আইসিএইচ’ কর্তৃক ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃত ও তালিকাভুক্ত করে।