English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ১৪:৪৮

‘সুপ্রিম কোর্টের অঙ্গিনা থেকে ট্রাইব্যুনাল সরানোর আহ্বান’

নিজস্ব প্রতিবেদক
‘সুপ্রিম কোর্টের অঙ্গিনা থেকে ট্রাইব্যুনাল সরানোর আহ্বান’

সুপ্রিম কোর্টের আঙ্গিনা থেকে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আবারে আইন মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’ উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সুপ্রিম কোর্টে বিচারপতিদের স্থান সংকুলান হচ্ছে না। এ সংকট কাটাতেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ট্রাইব্যুনাল সরিয়ে নিতে অনুরোধ জানাচ্ছি।

প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার, জেল হত্যার বিচার সুপ্রিম কোর্টের বাইরে হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালও সরিয়ে নিলে কোনো মর্যাদাহানি হবে না।

তিনি বলেন, ট্রাইব্যুনাল স্থানান্তরে দু’দফা চিঠি দিলাম। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। বঙ্গবন্ধু হত্যা, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার যদি জেলা আদালতে হতে পারে, তাহলে যুদ্ধাপরাধের হতে বাধা কোথায়?

দুই দিনব্যাপী বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিচার বিভাগীয় তথ্য বাতায়ন’ এরও উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাড়াও দেশের নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নিয়েছেন।