English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:১৮

জঙ্গি আস্তানায় অভিযান চলছে: আত্মঘাতি হামলায় নারী জঙ্গী নিহত

অনলাইন ডেস্ক
জঙ্গি আস্তানায় অভিযান চলছে: আত্মঘাতি হামলায় নারী জঙ্গী নিহত

রাজধানীর দক্ষিণখান আশকোনায় জঙ্গি আস্তানায় এখনো ৩ জঙ্গি রয়েছে। এদের মধ্যে একজন আজিমপুরে নিহত জঙ্গি তানভির কাদেরীর ছেলে শহীদ কাদেরী (১২) এবং অপর দুইজন নারী জঙ্গি।

অভিযানে সময় ডিবির ইন্সপেক্টর শফিক অাহমেদ গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে শিশুসহ এক নারী জঙ্গী আত্মঘাতি হামলা চালিয়েছেন। তার মৃত দেহ  এখন মাটিতে পড়ে রয়েছে। তবে তার শিশু সন্তানকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ২ শিশু সন্তান নিয়ে ২ নারী জঙ্গি আত্মসমর্পণ করে। তারা হলেন, নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার কন্যা। অপর জন জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তার ছেলে।

শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাত থেকে গোপন আস্তানার সন্ধ্যান পেয়ে তিনতলা ভবনটি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট।