English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ১০:৫১

'জঙ্গি আস্তানায়' অভিযান চলছে: শিশুসহ দু'নারীর আত্মসমপর্ণ

নিজস্ব প্রতিবেদক
'জঙ্গি আস্তানায়' অভিযান চলছে: শিশুসহ দু'নারীর আত্মসমপর্ণ

ঢাকা: রাজধানীর দক্ষিণখান পূর্ব আশকোনায় জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকালে ভবনে অবস্থানরত এক নারী জঙ্গি নিজের শরীরের গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে। এসময় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ ধারণা করছে সে মারা গেছে। 

ঘটনাস্থল থেকে তার কাছে থাকা ইতিপূর্বে নিহত জঙ্গি ইকবালের কন্যাকে (৭) আহত অবস্থায় নিজ হেফাজত নিয়েছে পুলিশ। ঐ নারী জঙ্গি ইতিপূর্বে নিহত জঙ্গি সুমনের স্ত্রী।

এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে অংশ নেয় পুলিশের বিশেষ বাহিনী কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট, ডিবি, র‌্যাব এবং সোয়াতের সদস্যরা। এ সময় আশপাশে অবস্থানরত বাসিন্দা ও গণমাধ্যম কর্মীদের সরিয়ে দেয়া হয়।

অভিযানের সময় ডিবির ইন্সপেক্টর শফিক আহমেদসহ দুই পুলিশ গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) ভোর রাত থেকে গোপন আস্তানার সন্ধ্যান পেয়ে তিনতলা ভবনটি ঘিরে রাখে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিট। এরপর সকাল সাড়ে ৯টার দিকে ২ শিশু সন্তান নিয়ে ২ নারী জঙ্গি আত্মসমর্পণ করে। তারা হলেন, নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার কন্যা। অপর জন জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তার ছেলে।

এরপরও ভেতরে আরও ৩ জঙ্গি অবস্থান করে। এরা হলেন, আজিমপুরে নিহত জঙ্গি তানভির কাদেরীর ছেলে শহীদ কাদেরী, ইতিপূর্বে নিহত জঙ্গি সুমনের স্ত্রী ও ইতিপূর্বে নিহত আরেক জঙ্গি ইকবালের শিশু কন্যা। একাধিকবার পুলিশ আত্মসমর্পণের নির্দেশ দিলেও রাজি না হয়ে শরীরে গ্রেনেড বেঁধে হামলার হুমকি দেয় তারা।