English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৬ ২২:২২

‘বিএনপির অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছে নারায়ণগঞ্জবাসী’

অনলাইন ডেস্ক
‘বিএনপির অভিযোগের উপযুক্ত জবাব দিয়েছে নারায়ণগঞ্জবাসী’

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াৎ আইভীকে পুনরায় নির্বাচিত করার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের জনগণ দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের উপযুক্ত জবাব নারায়ণগঞ্জবাসী দিয়ে দিয়েছে। আর নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু করা যায় সেটা আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে মেয়র পদে পুন:নির্বাচিত সেলিনা হায়াৎ আইভী গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তিনি এসব কথা বলেন।   সাক্ষাতে এসে সংক্ষিপ্ত বক্তব‌্যে আইভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে নিরপেক্ষ ভোটের জন‌্য অবিচল ছিলেন। তার জন‌্যই নিরপেক্ষ নির্বাচন হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের কারণেই নৌকার বিজয় হয়েছে।   নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটের জন‌্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন‌্যবাদ জানিয়েছেন আইভী বলেন, নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোটের যে উদাহরণ সৃষ্টি হয়েছে তা সারা দেশে অব‌্যাহত থাকবে।    দলীয় সভানেত্রীর কথায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন তাদের সবার প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।