English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৬ ১০:৪৭

অসমাপ্ত কাজ শেষ করবো : আইভী

নিজস্ব প্রতিবেদক
অসমাপ্ত কাজ শেষ করবো : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

জয়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেলিনা হায়াৎ আইভী বলেন, জনগণ আমাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি নির্বাচনী ওয়াদা পূরণ করবো। গত মেয়াদে অসমাপ্ত কাজ এ মেয়াদে শেষ করবো।   তিনি আরো বলেন, এ বিজয় নারায়ণগঞ্জবাসীর। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। বিকেল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়।  নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। 

নারায়ণগঞ্জ ক্লাবে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয় নাসিকে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৪টি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায় ড. সেলিমা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। আইভী ৭৭ হাজার ৯০২ ভোট বেশি বিজয়ী হয়েছেন।