English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ২০:৪২

প্রার্থীদের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রার্থীদের সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, প্রার্থীদের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। 

তিনি বলেন, মূলত প্রার্থী ও তাদের সমর্থকদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব হয়েছে।

কোনো রকম অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই ভোটগ্রহণ হয়েছে। এখন ফলাফলের পালা। সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক জায়গায় আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। সাড়ে নয় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।   আজ বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তিনি এসব কথা বলেন।   প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ওয়ার্ডে জুডিশিয়াল মেজিস্ট্রেট দেওয়া হয়েছিল। আজও তিনজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শান্তিপূর্ণ ভোট প্রদানের জন্য ভোটারদের ধন্যবাদ দেন। একইসঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মোহাম্মাদ আবদুল মোবারক, মো. আবু হাফিজ, ব্রি. জে. (অব.) মো. জাবেদ আলী, ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।