English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১৫:২৫

মিতুর বাবাকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
মিতুর বাবাকে জিজ্ঞাসাবাদ

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় নিহতের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিএমপির গোয়েন্দা পুলিশ দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার বিষয়ে এর আগে ১৫ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে যান বাবুল আক্তার।

প্রসঙ্গ, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম নগরীর আর নিজাম রোডে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।