English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ০৯:৪৫

নাসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক
নাসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বন্দরনগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রের ১৩ হাজার চারটি ভোটকক্ষে ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ ভোটার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। 

ভোটাররাই নির্ধারণ করবেন কে হবেন আগামী দিনের মেয়র, কারা হবেন তাদের কাউন্সিলর। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি সাখাওয়াত হোসেন খানসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় সাড়ে ৯০০০ হাজার।