English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ০২:৫৬

বিশ্বের দ্বিতীয় নিকৃষ্টতম সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস

অনলাইন ডেস্ক
বিশ্বের দ্বিতীয় নিকৃষ্টতম সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিশ্বের নিকৃষ্টতম ২১টি বিমান সংস্থার তালিকায় বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’  দ্বিতীয় স্থানে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা স্কাইট্যাক্স। 

ব্রিটিশ সংবাদ সংস্থা দ্য টেলিগ্রাফ সোমবার এ তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে এয়ারলাইনসের পণ্য পরিবহন,  বিমানবন্দর ব্যবস্থাপনা ও সেবার মান বিবেচনা করে রেটিংয়ের মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় ২১টি বিমান সংস্থার সেবার মান নিকৃষ্টতম বলে উল্লেখ করা হয়েছে। ভালো সেবার রেটিংয়ে ফাইভ স্টার পেয়েছে ৯টি সংস্থা। ৪০টি সংস্থা পেয়েছে ফোর স্টার এবং ১০৭টি সংস্থা পেয়েছে থ্রি স্টার।

১৯৭২ সালে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শুরু থেকেই নানা অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির কারণে সোজা হয়ে কখনো দাঁড়াতে পারেনি রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি। 

সম্প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করা পৃথক দুটি বিমানে ত্রুটি ধরা পড়ায় সংস্থাটির নিরাপত্তা নিয়ে বেশ সমালোচনা চলছে। এ ছাড়া নিরাপত্তা কাঠামো নিশ্চিতের পূর্বশর্তগুলো নিশ্চিতে ব্যর্থ হওয়ায় ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের উন্নত কয়েকটি দেশে বাংলাদেশ বিমানের কার্গো অবতরণে নিষেধাজ্ঞা রয়েছে।

নিকৃষ্টতম ২১ বিমান সংস্থার তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ‘বাহামাসএয়ার’। বাংলাদেশ বিমানের পরে রয়েছে যথাক্রমে সোফিয়ার ‘বুলগেরিয়া এয়ার’, চীনের ‘চায়না ইউনাইটেড এয়ারলাইনস’, কিউবার ‘কিউবানা এয়ারলাইনস’, ‘ইরান এয়ার’, ইন্দোনেশিয়ার ‘লায়ন এয়ার’, ইরানের ‘মাহান এয়ার’, ‘নেপাল এয়ারলাইনস’, তুরস্কের ‘অনুর এয়ার’ ও ‘পেগাসাস এয়ারলাইনস’, রাশিয়ার ‘রোশিয়া এয়ারলাইনস’, চেক প্রজাতন্ত্রের ‘স্মার্ট উইংস’, যুক্তরাষ্ট্রের ‘স্পিরিট এয়ারলাইনস’, সুদানের ‘সুদান এয়ারওয়েজ’, সিরিয়ার ‘সিরিয়ান এয়ার’, তাজিকিস্তানের ‘তাজিক এয়ার’, তুর্কমেনিস্তানের ‘তুর্কমেনিস্তান এয়ারলাইনস’, ইউক্রেনের ‘ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনস’, ইয়েমেনের ‘ইমেনিয়া’ এবং উত্তর কোরিয়ার ‘কোরিয়ান এয়ার’।