English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ১৩:৩৩

রোহিঙ্গাবাহী ৭ নৌকা ফেরত পাঠাল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাবাহী ৭ নৌকা ফেরত পাঠাল বিজিবি

কক্সবাজার: বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ থেকে রোহিঙ্গা বহনকারী সাতটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

আজ বুধবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে এসব নৌকা ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, আজ ভোর থেকে সকাল ৯টার মধ্যে নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে সাতটি নৌকায় করে অন্তত ১০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। তবে বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠানো হয়।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। এর পর থেকে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে।

জাতিসংঘের হিসেবে মিয়ানমারের সেনাবাহিনী অত্যাচারের হাত থেকে বাঁচতে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। রোহিঙ্গা নারীদের ধর্ষণ, নির্যাতন ও হত্যা করছে। তবে তারা তা অস্বীকার করেছে।