English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ১২:৪০

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬টি পদের বিপরীতে গত ৩০ সেপ্টেম্বর দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী আবেদন করে।