English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ০১:২০

আরও ছয় দলকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

অনলাইন ডেস্ক
আরও ছয় দলকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে দেশের আরো ৬টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এতথ্য নিশ্চিত করেছেন। 

দলগুলো হলো: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরীকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ইতিমধ্যে এই দলগুলোকে বঙ্গভবনে আমন্ত্রণের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ২৬ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ), ২৭ ডিসেম্বর বিকেলে ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিএনএফ ও ইসলামী ঐক্যজোট, ২ জানুয়ারি জেপি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি তরীকত ফেডারেশন ও বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।