English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৬ ২৩:১৯

কারী উবায়দুল্লাহ আর নেই

নিজস্ব প্রতিবেদক
কারী উবায়দুল্লাহ আর নেই

বর্ষীয়ান আলেম ও রাজধানীর চকবাজার শাহী জামে মসজিদের খতিব কারী মাওলানা উবায়দুল্লাহ আর নেই। তিনি আজ ধানমন্ডিতে নিজের কন্যার বাসায় রাত সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। কারী মো. উবায়দুল্লাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে, ৬ মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চকবাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কারী উবায়দুল্লাহ ১৯৪৪ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৬২ সাল থেকে ২০০৬ সালে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছেন।