English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৬ ২৩:০৩

‘ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা হলেই গুলি’

নিজস্ব প্রতিবেদক
‘ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা হলেই গুলি’

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে কোন প্রকার বিশৃঙ্খলার চেষ্টা হলে গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে নগরীর মাসদাইর পুলিশ লাইন এলাকায় পুলিশ সদস্যদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   ডিআইজি নুরুজ্জামান বলেন, ‘আইনে জনগণের জানমালের নিরাপত্তা ও আত্মরক্ষায় গুলি চালানোর বিধান রয়েছে। নির্বাচনে কেউ ভোট কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই বা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুঁড়বে। যদি কোনো পুলিশ সদস্য গুলি না ছোড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি বলেন, চাহিদার অতিরিক্ত ফোর্স দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরো ফোর্স দেয়া হবে।