English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৬ ০৩:৫১

রোহিঙ্গা ইস্যুতে আজ ঢাকা-জাকার্তা বৈঠক

অনলাইন ডেস্ক
রোহিঙ্গা ইস্যুতে আজ ঢাকা-জাকার্তা বৈঠক
এএইচ মাহমুদ আলী-রেতনো মারসুদি

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নির্যাতন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি আজ মঙ্গলবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এতথ্য জানিয়েছেন।

গত অক্টোবরে মিয়ানমার সীমান্ত চৌকিতে আক্রমণে কয়েকজন পুলিশ নিহত হন। এরপর মিয়ানমারের সশস্ত্র বাহিনী নিরীহ রোহিঙ্গাদের ওপর আক্রমণ চালায়। এখন পর্যন্ত শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন এবং ৩০ হাজারের বেশি গৃহহারা হয়েছেন। এছাড়া নিজেদের জীবন বাঁচাতে ৩০ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, ‘আমরা সবার সঙ্গে রোহিঙ্গা বিষয়টি সমাধানের জন্য যোগাযোগ করছি। তারমধ্যে ইন্দোনেশিয়া আছে। মিয়ানমারসহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও অন্যান্য ছয়টি দেশ আসিয়ানের সদস্য এবং মিয়ানমারের ওপর ওই সদস্য দেশগুলোর প্রভাব আছে।

আসিয়ানের সদস্য দেশ মালয়েশিয়া ইতোমধ্যেই কঠোরভাষায় রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর আক্রমণের নিন্দা জানিয়েছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করে না এবং তারা কোনও ধরনের নাগরিক সুবিধাও ভোগ করেন না।