English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৬ ২০:৩৭

রিজার্ভ চুরি: ড. আতিউরকে ফের সিআইডির জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
রিজার্ভ চুরি: ড. আতিউরকে ফের সিআইডির জিজ্ঞাসাবাদ

বাংলাদেশ ব্যাংকের ই-মেইল হ্যাক করে রিজার্ভ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ড. আতিউর রহমানকে ফের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সোমবার বিকালে তদন্তকারী সংস্থাটির একটি দল ধানমন্ডিস্থ সাবেক গভর্নরের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। যদিও সিআইডি থেকে বলা হচ্ছে- ঘটনাটি জানার জন্যই সাবেক গভর্নরের সঙ্গে আলোচনা করা হয়েছে।   সিআইডির পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মোল্যা নজরুল ইসলাম বলেন, সিআইডির এডিশনাল ডিআইজি শাহ আলম, বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি ও মামলার তদন্ত কর্মকর্তা এডিশনাল এসপি রায়হান উদ্দিনের সমন্বয়ে তিন সদস্যের টিম বিকাল চারটায় ধানমন্ডিতে সাবেক গভর্নর আতিউর রহমানের বাড়িতে যান। ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির সময় ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে ছিলেন।    অপরদিকে সিআইডির একটি সূত্র জানায়, রিজার্ভ চুরির আগে জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকে ২৩ বিদেশি নাগরিকের অনুপ্রবেশ ঘটেছিল। তারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সার্ভার নিয়ন্ত্রণে নেয়ার পর হ্যাকারদের মাধ্যমে ওই লুটপাটের ঘটনা ঘটে।   রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদেশি নাগরিকদের অনুপ্রবেশের ঘটনাটি জানতে চাওয়া হয়েছে বাংলোদেশ ব্যাংকের সাবেক গভর্নরের কাছে। সিআইডির ওই টিম প্রায় এক ঘণ্টা সাবেক গভর্নরের বাসায় অবস্থান করে।   গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা হয় যা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত ছিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত করছে সিআইডি।