English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৬ ১২:৩৫

বিমানবন্দরে যাত্রীর কাছে ৫ কেজি সোনা আটক

অনলাইন ডেস্ক
বিমানবন্দরে যাত্রীর কাছে ৫ কেজি সোনা আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি সোনাসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা। জহিরুল ইসলাম নামের ওই ব‌্যক্তি রবিবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামেন বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এ কে এম আহসানুল কবির জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে তল্লাশি করেন। এ সময় জহিরের অন্তর্বাসের ভেতরে লুকানো ১০ তোলা ওজনের ৪২টি সোনার বার পাওয়া যায়।

উদ্ধার সোনার ওজন চার কেজি ৮৭০ গ্রাম; দাম আনুমানিক দুই কোটি ৪০ লাখ টাকা বলে আহসানুল কবির জানান। আজ সোমবার ভোরে জহিরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।