English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১৮:৪৬

‘নিখোঁজ যুবকরা বাড়ি ফিরছে’

নিজস্ব প্রতিবেদক
‘নিখোঁজ যুবকরা বাড়ি ফিরছে’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, 'আইন-শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীগুলো তৎপর থাকায় 'যে সব যুবক আত্মগোপন করেছিল বা নিখোঁজ হয়েছিল তারা বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে।'

তিনি আজ রোববার (১৮ ডিসেম্বর) সকালে মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধনকালে এসব কথা বলেন।    সম্প্রতি কিছু সংশ্লিষ্ট বাহিনী পত্রিকায় প্রকাশিত নিখোঁজ যুবকদের খোঁজ করে তাদের সন্ধান পায় বলে জানিয়ে তিনি বলেন, 'জঙ্গিবাদ জড়িতের সন্দেহে তাদের উদ্ধারে তৎপরতা চালানো হয়।'   ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল-জোবায়ের গুলিবিদ্ধ হওয়ার নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'গত রাতে পলাশী এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার উপর গুলিবর্ষণকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।'   অনেক অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত আলোর মুখ দেখে না এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটা আদৌ সত্য নয়। তদন্ত কমিটির রিপোর্টের পর সব ঘটনার ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ব্যবস্থা গ্রহণের রিপোর্টগুলো মিডিয়ায় আসে না।'