English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১১:৫৮

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশংকাজন অবস্থায় আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার সকাল আটটার দিকে উপজেলাধীন কালীগঞ্জ-উলুখোলা সড়কের উলুখোলা ব্রিজের পাশে শ্রমিকবাহী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

স্থানীয়রা বাকি আহত ২৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। বাকি আটজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। হতাহতরা নেত্রকোনার বাসিন্দা।   উলুখোলা ফাঁড়ির উপপরিদর্শক এসআই গোলাম মাওলা বলেন, ‘লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’