English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ২৩:৪০

অবৈধভাবে ক্ষমতা দখলের চিন্তা না করে গণতন্ত্রের চর্চা করুন

নিজস্ব প্রতিবেদক
অবৈধভাবে ক্ষমতা দখলের চিন্তা না করে গণতন্ত্রের চর্চা করুন

বিএনপিকে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলের চিন্তা না যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে নানা কথা না বলে গণতন্ত্রের চর্চা করুন। সেটাই বাস্তবতা।'

শনিবার (১৭) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন।   ভিন্ন পথে ক্ষমতা দখলে বিএনপি'র অপচেষ্টার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, 'সেজন্য তারাতো চেষ্টা করেছে। কিন্তু সাড়া লাভে ব্যর্থ হচ্ছে। তিনি (খালেদা জিয়া) যাদের ওপর আশা করেন, তারাও এতে সাড়া দেবে না।'   শেখ হাসিনা বলেন, 'তার (বেগম জিয়া) এমন একটা চেষ্টা যে এমন কিছু হোক যেন তাকে (তৃতীয় কেউ) তারা নাগর দোলাতে চড়িয়ে ক্ষমতায় বসিয়ে দেবে। ওই আশাও এখন দুরাশা।'   সার্চ কমিটি গঠন প্রশ্নে বিএনপি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব পাঠিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি তাদের ডেকেছেন তারা আলোচনা করবেন। তিনি সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন। আমাদের আস্থা ও বিশ্বাস জনগণের ওপর আছে। আমরা জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছি। সেজন্য জনগণের ওপর আমরা কখনও বিশ্বাস ও আস্থা হারাই না। কাজেই জনগণই আমাদের মূল শক্তি। সেটাই আমি বিশ্বাস করি।'