English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ১৭:৩১

বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হবে: আঙ্কটাড

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হবে: আঙ্কটাড

আগামী ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বলে আশাবাদ জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড।

আজ শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঙ্কটাডের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

এতে বলা হয়, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৪ সালে বের হবে বাংলাদেশ। এর আগে ২০১৮ সালের মধ্যে এলডিসি থেকে বের হওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করবে। 

এতে আরও বলা হয়, ২০২১ সালের মধ্যে এলডিসি থেকে বের হওয়ার জন্য যে তিনটি বিষয়ে একটি নির্দিষ্ট মানদণ্ড বিবেচনা করা হয়, তা সন্তোষজনকভাবে বজায় রাখতে সক্ষম হবে। 

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড মনে করছে, এর ফলে ২০২৪ সালে চূড়ান্তভাবে এলডিসি থেকে বের হতে সক্ষম হয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশ। 

আঙ্কটাডের এলডিসি রিপোর্ট-২০১৬তে এ প্রাক্কলন করা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থাটির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচারক ড.মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড.ফাহমিদা খাতুন ও অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।