English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ১৭:১৮

ঢাকা সিটির মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা সিটির মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। 

মেয়র সাঈদ খোকন বলেন, বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের পাশাপাশি তাদের জন্য দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি কল্যাণ তহবিল গঠন করা হবে। ঢাকার প্রতিটি কবরস্থানে মুক্তিযোদ্ধোদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ প্রায় তিন হাজার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন।