English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ১৩:০৩

আন্তর্জাতিক চাপ মোকাবেলা করেও আমরা প্রতিশ্রুতি রেখেছি

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক চাপ মোকাবেলা করেও আমরা প্রতিশ্রুতি রেখেছি

দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ শুভেচ্ছা জানান।

ফেসবুকে জয় লেখেন, ‘সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের এই বিজয় দিবস অতি তাৎপর্যপূর্ণ। কারণ ৪৫ বছর পর আমরা প্রায় সব বড় বড় যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করিয়েছি।’

‘এটাই আমাদের আওয়ামী লীগ যা আমরা আট বছর পূর্বে ২০০৮ সালের নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম’-যোগ করেন তিনি।

সজীব ওয়াজেদ জয় আরও লেখেন, ‘শক্তিশালী আন্তর্জাতিক লবিং এবং চাপ মোকাবেলা করেও আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি।’