English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৫

জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবস  কুচকাওয়াজ অনুষ্ঠিত

জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয় কুচকাওয়াজ।

রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। 

রাষ্ট্রপতি প্রথমে খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং পরে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন।

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন আয়োজিত এবারের কুচকাওয়াজের অধিনায়ক ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।

অভিবাদন মঞ্চের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল প্রতিকৃতি রাখা হয়। তার পাশে ছিল জাতীয় চার নেতা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য এই কুচকাওয়াজে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতির তথ্য জানানো হয় অতিথিদের। এরপর বিমান বাহিনীর মনজ্ঞ ফ্লাইপাসের মধ্যে দিয়ে শেষ হয় এবারের কুচকাওয়াজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সচিব, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিদেশী রাষ্ট্রদূত ও বিভিন্ন মিশনের প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।