English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০৯:১৭

নারায়ণগঞ্জে ৭ দিন বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে ৭ দিন বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় ৭ দিন বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ করেছে প্রশাসন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ দিন সকল প্রকার বৈধ অস্ত্র বহন এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।   তবে আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারী-আধা সরকারী এবং বেসরকারি বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও স্থাপনাতে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয় (আগ্নেয়াস্ত্র শাখা) থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।   জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিঞা স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।   উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। -বাসস।